বাইক চালিয়ে অপরাধী যাচ্ছেন শ্রীঘরে। পাশের বাইকে দু’জন পুলিশ। তাদের একজন সেই বাইক আরোহী অপরাধীর হাত ধরে আছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হাস্যরস সৃষ্টিকারী এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। আসামিকে আটকের সময় পুলিশের কাছে গাড়ি ছিল না। আবার অপরাধীর হাতে পরানোর হাতকড়াও নেই কাছে। বাইকে চড়া দুই পুলিশ সদস্য বা অপরাধী, কারও মাথাতেই নেই হেলমেট!

পেছনে কোনও গাড়ি থেকে তোলা সেই পুলিশি কাণ্ডের ভিডিও করেছেন কেউ। তা ইন্সটাগ্রামে শেয়ার করার পর তুমুল হাসি-ঠাট্টা-মশকরা শুরু হয়ে গিয়েছে অনলাইন মাধ্যমে। ভাইরাল হওয়া এই ভিডিওটি এক দিনে ৪ লাখেরও বেশি মানুষ দেখেছেন ইন্টারনেটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভিডিওটি যিনি শেয়ার করেছেন, তিনি সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশনও- ‘উত্তরপ্রদেশ পুলিশের সাহায্যের হাত’। ভিডিওতে দেখা যাচ্ছে, অপরাধী বাইক চালাচ্ছেন। তার পাশেই আর একটি বাইকে দুই পুলিশ সদস্য। পেছনে বসা পুলিশ সদস্য শক্ত করে ধরে রয়েছেন বাইকআরোহী অপরাধীর।

এই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, গাড়ি নেই, হাতকড়াও নেই উত্তরপ্রদেশ পুলিশের। বাইকে চড়ার সময় যে মাথায় হেলমেট পরে থাকার বাধ্যতামূলক নিয়ম রয়েছে, তা ভাঙছেন পুলিশ সদস্যরাই।

টিএম