করোনাভাইরাসের ডেল্টা ধরনের কারণে বিশ্বের অনেক দেশেই সম্প্রতি সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। অবশ্য দৈনিক সংক্রমণ ও করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা প্রায় সমান। এর মধ্যেই দেশটিতে আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

রোববার (১৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৫১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে তিন হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৪২ জন। দেশটির দৈনিক মৃত্যু গত চারদিন ধরেই ৬০০-র নিচে রয়েছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ভাইরাসে নতুন করে আক্রান্ত ও সুস্থ হওয়া মানুষের সংখ্যা প্রায় সমান। যদিও দৈনিক আক্রান্তের তুলনায় কিছুটা বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের বেশি।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সোয়া ৪ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০ জন।

ভারতে মোট কোভিড সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০১ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত একদিনে দেশটিতে কোভিড সংক্রমণের হার ২ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লাখ ৩৬ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৬৬৩ জনের। অন্যদিকে এক দিনে দেশটিতে ৫১ লাখ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৭১৫ জন টিকা পেয়েছেন।

সূত্র: এএনআই

টিএম