শীতের সঙ্গে ব্যাপক তুষারঝড় শুরু হয়েছে জাপানে। এই তুষারঝড়ে রোববার জাপান সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে কমপক্ষে আট জন মারা গেছেন। এছাড়া প্রাণঘাতী এই তুষারঝড়ে আহত মানুষের সংখ্যা আনুমানিক ২৪০ জন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শীতল বায়ুর প্রভাবে জাপানের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক তুষারঝড় শুরু হয়েছে। বলা হচ্ছে, যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ স্তুপাকৃতির তুষারখন্ড পরিস্কার করছিলেন।  

স্থানীয় সংবাদমাধ্যম কিয়োদো নিউজ সোমবারের এক প্রতিবেদনে জানিয়েছে, হিমি নামের এক শহরে গাড়ি তুষারের ভেতর চাপা পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা সেখান থেকে। 

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এএইচকে জানিয়েছে শীতকালীন এই তুষারঝড়ের কবলে পড়ে নিগাতা, ইশিকাওয়া, ফুকুই এবং তোয়োমা প্রিফেকচারে (প্রশাসনিক অঞ্চল) কমপক্ষে ২৪০ জন মানুষ আহত হয়েছেন।  

সোমবার সকালেও সাকাই শহরের একটি মহাসড়কে আনুমানিক এক হাজার গাড়ি তুষারে আটকে থাকতে দেখা যায়। এছাড়া নান্তো শহরের এক মহাসড়কে মারাত্মক তুষারপাতের কারণে আটকে পড়েছে আরও দুইশো গাড়ি। 

বৃহস্পতিবার জোয়েতসু শহরে আনুমানিক ১৮০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এদিকে ১৬০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে শিরাকাওয়া নামক গ্রামে। 

গত ডিসেম্বরেও জাপানের নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হয়। দুইদিন ধরে সড়কে আটকে থাকে আনুমানিক দুই হাজার একশ যানবাহন। রাজধানী টোকিও থেকে এই অঞ্চলটির অবস্থান উত্তর-পশ্চিমে।  

এএস