মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন ও সহিংস হামলার পর করা এক জরিপে দেখা যাচ্ছে, জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি মানুষ ২০ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে।   

গত রোববার প্রকাশিত এবিসি নিউজ/ইপসোসের জরিপে দেখা যাচ্ছে, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ আমেরিকান।

তবে ওই জরিপে যারা মেয়াদ শেষ হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে, তাদের মধ্যে ৯৪ শতাংশই ডেমোক্র্যাট সমর্থক। বাকিদের মধ্যে ৫৮ শতাংশ মানুষ নিরপেক্ষ এবং ১৩ শতাংশ ট্রাম্পের দল রিপাবলিকানের সমর্থক।  

জরিপে আরও দেখা যাচ্ছে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ওই হামলার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন ৬৭ শতাংশ মানুষ। যেই হামলায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জনের মৃত্যু হয়।       

হামলার সময় বাইডেনের জয়ে স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। তার আগে ‘সেভ আমেরিকা র‌্যালির’ মাধ্যমে সমর্থকদের উসকে দেওয়ার অভিযোগে দ্বিতীয় দফায় অভিশংসনের মুখে রয়েছেন ট্রাম্প। 

এরপর ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে মাঠে সরব ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হুইপ জেমস ক্লাইবার্ন সোমবার জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যেই ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হতে পারে।

গত বুধবার ক্যাপিটল হিলে হামলার পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের বিষয়টি আলোচনায় চলে এসেছে। মেয়াদ শেষের আগেই তাকে অপসারণের একাধিক বিকল্প নিয়ে কাজ করছেন আইনপ্রণেতারা।

সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণা করে ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আলোচনাও শুরু হয়েছে। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ বিষয়ে কিছু বলেননি।  

এএস