করোনায় সংক্রমিত হওয়ায় ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। তবে জালিয়াতির আশ্রয় নেন ইন্দোনেশীয় এক ব্যক্তি। স্ত্রীর বেশ ধরে অভ্যন্তরীণ ফ্লাইটে চেপে বসেন। কিন্তু মাঝ আকাশে হয় গোমর ফাঁস। ফ্লাইট জরুরি অবতরণ করে গ্রেফতার করা হয় তাকে।

বিবিসি জানাচ্ছে, নিজের পরিচয় আড়াল করতে ওই ব্যক্তি হিজাব দিয়ে তার চুল ও মুখ ঢেকে ফেলেছিলেন। স্ত্রীর পাসপোর্ট ও নেগেটিভ পিসিআর পরীক্ষার ফলাফল দেখিয়ে উঠেন বিমানে। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। অবশ্য কর্তৃপক্ষ তার পূর্ণাঙ্গ পরিচয় জানায়নি।

তবে ওই ব্যক্তি গ্রেফতার হয়েছেন নিজের ভুলে। জালিয়াতি আর ভুয়া পরিচয় দিয়ে স্ত্রীর বেশ ধরে বিমানে উঠতে পারলেও মাঝ আকাশে তিনি টয়লেটে গিয়ে পোশাক বদল করেন। এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বিষয়টি খেয়াল করার কর্তৃপক্ষকে জানালে গ্রেফতার হন তিনি।

দেশটির পুলিশ জানিয়েছে, গত রোববার সিটিলিংক এয়ারলাইন্সের জাকার্তা থেকে টার্নেটগামী একটি ফ্লাইটে উড্ডয়নের পরপর এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির টিকিট কেটেছেন স্ত্রীর নামে। দেখিয়েছেন স্ত্রীর আইডি, পাসপোর্ট ও পিসিআর পরীক্ষার ফলের নথি।

টার্নেট পুলিশ প্রধান আদিত্য লাকসিমাদা জানিয়েছেন,  গ্রেফতারের পর ফের ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় তিনি করোনা পজিটিভ। তাকে এখন ‘সেলফ আইসোলেশনে’ রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হলেই তাকে দণ্ড দেওয়া হবে।

ভারত থেকে এখন করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। প্রতিদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে প্রায় ৫০ হাজার মানুষ। মুসলিমপ্রধান দেশটির সরকার ঈদুল আজহার ছুটির সময় ১৯ জুলাই থেকে অপ্রয়োজনীয় ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

দেশটিতে ইতোমধ্যে ২৯ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং সেখানে ৭৭ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। এদিকে ​বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনো দেশটিতে করোনা সংক্রমণ চূড়ান্ত সীমায় পৌঁছেনি। 

এএস