২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ কিছু কমেছে, মৃত্যু প্রায় অপরিবর্তিত
২৪ ঘণ্টার ব্যবধানে ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছু কমেছে, তবে প্রায় অপরিবর্তিত আছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণলয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির একাদিক সংবাদমাধ্যম।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৫০৯ জন এবং এ রোগে মৃতের সংখ্যা ছিল ৬৪১ জন।
বিজ্ঞাপন
আগের দিন মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৬৫৪ জন ও মৃতের সংখ্যা ছিল ৬৪০ জন।
অর্থৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১৪৫ জন, মৃত্যু বেড়েছে ১ জন।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সবচেয়ে বেশি নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে কেরালায়। ভারতের সর্বদক্ষিণের এই রাজ্যটিতে বুধবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২২ হাজার ৫৬ জন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে বুধবার নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৮৫৭ জন।
ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরলায়। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪ লাখ ২২ হাজার ৬৬২ জন।
এছাড়া বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী আছেন ৪ লাখ ৯ হাজার ৮০৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বর্তমানে করোনায় দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ।
বুধবার ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৭৭২ জন। এই নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা পৌঁছাল ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার ১২২ জনে।
করোনা প্রতিরোধে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ভারত। বুধবার কর্মসূচিতে করোনা টিকার ৩৯ লাখ ডোজ ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের বিবৃতিতে আরও বলা হয়েছে কর্মসূচিতে এ পর্যন্ত ব্যবহার করা হয়েছে ৪৪ কোটি ১৯ লাখ ডোজ করোনা টিকা।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টাইমস
এসএমডব্লিউ