রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ। একই সময়ে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৮০০ জন। শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহামারির প্রকোপ আবারও দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রাজধানী মস্কোতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৮৭৩ জনে পৌঁছেছে।

রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্স বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৯২ জন করোনাভাইরাস রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর ফলে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লাখ ৫৮ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা মৃত্যুর পৃথক পরিসংখ্যান সংরক্ষণ করে। এই সংস্থাটি বলেছে, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রাশিয়ায় কোভিড-১৯ সম্পর্কিত ২ লাখ ৯০ হাজারের মানুষের মৃত্যুর রেকর্ড তাদের কাছে আছে। 

এসএস