এবার কোভ্যাক্সিন-ন্যাজাল মিশ্র টিকা ট্রায়ালের অনুমোদন ভারতে
ভারতীয় করোনা টিকা কোভ্যাক্সিনের উদ্ভাবক প্রতিষ্ঠান ভারত বায়োটেককে এবার কোভ্যাক্সিন ও ন্যাজাল টিকার মিশ্র ডোজ পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ এ অনুমোদন দিয়েছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
কোভ্যাক্সিন ও ন্যাজাল উভয় টিকারই প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক। তবে দুই টিকার মূল উপাদান ভিন্ন। কোভ্যাক্সিন টিকার মূল উপাদান নিষ্ক্রিয় করোনাভাইরাস আর ন্যাজাল টিকার মূল উপাদান বিশেষভাবে রূপান্তরিত অ্যাডিনোভাইরাস (ঠাণ্ডা, সর্দিকাশি বা সাধারণ সর্দিজ্বরের জন্য দায়ী ভাইরাস)।
বিজ্ঞাপন
বর্তমানে দ্বিতীয় পর্যায়ের মেডিকেল ট্রায়াল চলছে ন্যাজালের। ভারত বায়োটেকের এক কর্মকর্তা এ সম্পর্কে হিন্দুস্তান টাইমসকে জানান, তামিলনাড়ু রাজ্যের ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে ৩০০ স্বেচ্ছাসেবকের ওপর মিশ্র টিকার ডোজের ট্রায়াল চালানো হবে।
ওই কর্মকর্তা বলেন, ‘ট্রায়ালের মাধ্যমে দেখা হবে- এক ব্যক্তিকে প্রয়োজনে দুটি আলাদা টিকার ডোজ দেওয়া যাবে কি না। মিশ্র টিকার ডোজ কতখানি কার্যকর সেটিও খতিয়ে দেখা হবে এই পরীক্ষায়।’
বিজ্ঞাপন
এর আগে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের মিশ্র টিকার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছিল ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’।
শনিবারের বৈঠকে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদনের ব্যাপারেও সিদ্ধান্ত হয়। কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কয়েকটি পশ্চিমা দেশ জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দেওয়ায় ভারতে বিনা পরীক্ষাতেই এই টিকা অনুমোদনের দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএমডব্লিউ