৬ মাসের মধ্যে বদলে যাবে আফগানিস্তান : আশরাফ গনি
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি
কট্টর ইসলামপন্থি তালেবানগোষ্ঠীর সদস্যদের নিয়ন্ত্রণে চলে যাওয়া অঞ্চলসমূহ পুনরুদ্ধার ও দেশের সার্বিক নিরাপত্তাকে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। রোববার আফগান মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।
বৈঠকে নিজ বক্তব্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘গত দু’দশকে তালেবানগোষ্ঠী অতীতের চেয়ে অনেক বেশি নিষ্ঠুর ও নিপীড়ক হয়ে উঠেছে। আফগানিস্তানে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ব্যাপারে তাদের কোনো ইচ্ছা বা আগ্রহ নেই। আমরা চাই শান্তি, আর তারা চায় আফগানিস্তানের সরকার ও সাধারণ জনগণ যেন তাদের কাছে আত্মসমর্পণ করে।’
বিজ্ঞাপন
‘সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা তারা দখল করছে এবং সাধারণ মানুষদের জিম্মি করছে। দখলকৃত সেসব এলাকায় সরকারি সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানগোষ্ঠীর যুদ্ধ চলছে এবং এখন পর্যন্ত যতখানি বোঝা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে দুর্বল হওয়ার আগ পর্যন্ত সরকারের সঙ্গে কোনো অর্থপূর্ণ ও কার্যকর আলোচনায় তারা আসবে না।’
‘আমরা তালেবানগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি এবং দেশের জনগণ আমাদের সঙ্গে আছে…. আগামী ৬ মাসের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি বদলে যাবে, ইনশাল্লাহ।’
বিজ্ঞাপন
২০০১ সালে ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক। সে সময় এই গোষ্ঠীর প্রধান ঘাঁটি ছিল তালেবান শাসিত আফগানিস্তান।
টুইন টাওয়ারে হামলার জেরে ওই বছর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। অভিযানে পতন হয় তালেবান সরকারের।
অভিযানের প্রায় ২০ বছর পর চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণায় তিনি বলেছিলেন, ২০২১ সালের ১১ ডিসেম্বরের মধ্যে সব মার্কিন ও ন্যাটো সেনাসদস্যকে প্রত্যাহার করে নেওয়া হবে। পরে এই সময়সীমাকে আরও এগিয়ে ৩১ আগস্ট করা হয়।
বাইডেনের এই ঘোষণার পর থেকেই নতুন উদ্যমে আফগানিস্তান পুনরায় নিজেদের দখলে নিয়ে আসার অভিযান শুরু করে কট্টরপন্থি ইসলামি গোষ্ঠী তালেবান। মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের তথ্য অনুযায়ী, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ৪১৯টি জেলার অর্ধেকেরও বেশির দখল নিয়েছে তালেবান।
অত্যন্ত দ্রুতগতিতে ও পরিকল্পিতভাবে তালেবান গোষ্ঠীর সাম্প্রতিক এই অভিযানের প্রাথমিক পর্যায়ে দিশেহারা হয়ে পিছু হটছিলেন আফগান সামরিক বাহিনীর আফগানিস্তান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স (এএনডিএসএফ) সদস্যরা। তবে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সহযোগিতা শুরুর পর থেকে আফগান সামরিক বাহিনীও তালেবানগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা শুরু করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আফগানিস্তানের তিন গুরুত্বপূর্ণ শহর কান্দাহার, লস্কর গাহ ও হেরাতে গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে তীব্র লড়াই চলছে এএনডিএসএফ সদস্য ও তালেবান বিদ্রোহীদের মধ্যে।
সূত্র : এএনআই/ হিন্দুস্তান টাইমস
এসএমডব্লিউ