ট্যাংকারে হামলা : লন্ডনে ইরানি রাষ্ট্রদূতকে তলব
ওমান উপকূলে এক ট্যাংকারে হামলা ও দুই ক্রু নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। ট্যাংকারটি পরিচালনা করতো ইসরায়েলের এক কোম্পানি। নিহত দুই ক্রু সদস্যের একজন ব্রিটিশ আর অপরজন রোমানিয়ার নাগরিক।
ট্যাংকারে হামলার জন্য শুধু ইসরায়েল নয় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও ইরানকে দোষারোপ করেছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা। ইরান অবশ্য তাদের দাবিকে অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী সোমবার লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহসেন বাহারবেন্দকে ডেকে পাঠিয়ে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে এমন কার্যকলাপ ইরানকে অবিলম্বে বন্ধ করতে হবে।’
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সতর্ক করে বলেছেন, ‘ইরান নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনও দ্বিধা করবে না এবং কেউ যদি এ নিয়ে কোনো ধরনের দুঃসাহসিকতা দেখায় তাহলে তার কড়া জবাব দেওয়া হবে।’
বিজ্ঞাপন
ট্যাংকারে হামলা ও তাতে ক্রু নিহতের ঘটনার দায় অস্বীকার করে ইরান একে ‘পরস্পরবিরোধী, মিথ্যা এবং উস্কানিমূলক’ বলে অভিহিত করলেও রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘নিশ্চিতভাবেই’ এই হামলা ইরান করেছে, এমন দাবি করার পর শুরু হয়েছে উত্তেজনা।
বিবিসির রোববারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা জানি কীভাবে ইরানকে উত্তর দিতে হয়।’ ইরান এর প্রতিক্রিয়ায় বলেছে, ‘নিজেদের স্বার্থ রক্ষায় তেহরান দ্বিধা করবে না।’
বেনেটের দাবি, ‘ইরান যে এই হামলা চালিয়েছে এমন গোয়েন্দা প্রমাণ আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি বলেছেন, ‘ইরান ‘মারাত্মক ভুল করেছে। যে কোনো পরিস্থিতিতে আমরা জানি কীভাবে নিজেদের মতো করে ইরানকে জবাব দিতে হয়।’
ইরন রোববার বলে, ‘ওই ইহুদীবাদী সরকার (ইসরায়েল) নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতা তৈরি করছে। ইরানের জড়িত ছিল এমন অভিযোগের নিন্দা জানাচ্ছে তেহরান। প্রকৃত ঘটনা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল এসব অভিযোগ করছে, যা ভিত্তিহীন।’
বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে ইসরাইল ও ইরান পরিচালিত জাহাজে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত মার্চ থেকে হওয়া এসব হামলাকে ‘ইটের বদলে পাটকেল’ অর্থাৎ জাহাজে এক পক্ষের হামলার প্রতিশোধে পাল্টা হামলা হিসেবে দেখছে বিবিসি।
বিবিসির প্রতিরক্ষা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, ‘অঘোষিত ছায়াযুদ্ধ শুরু হয়েছে। এক পক্ষ অপরপক্ষকে অভিযুক্ত করছে, আবার একে অপরের অভিযোগ অস্বীকার করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এবারে উত্তেজনা বাড়িয়েছে প্রাণহানির বিষয়টি।’
এএস