ফের হাসপাতালে বুদ্ধদেব গুহ, নেওয়া হয়েছে আইসিইউতে
করোনা আক্রান্ত হয়ে এক মাসেরও বেশি সময় হাসপাতালে কাটিয়ে মাত্র কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। কিন্তু আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
কলকাতার সংবাদ মাধ্যম জানাচ্ছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য রোববার হাসপাতালে নিতে হয় বুদ্ধদেব গুহকে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
৮৫ বছর বয়সী বুদ্ধদেব গুহের মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে। এ দফায় তার আবারও করোনা পরীক্ষা করা হয়েছে, তবে তার ফল এখনও পাওয়া যায়নি।
গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। তখন তাকে এক মাসেরও বেশি সময় হাসপাতালে থাকতে হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন তার মেয়ে এবং গাড়িচালকও।
বিজ্ঞাপন
এনএফ