দিল্লির মিছিলে মুসলিমবিরোধী স্লোগান, আটক ৫
ভারতের রাজধানী দিল্লিতে সোমবার এক বিক্ষোভ সমাবেশে ‘মুসলিমবিরোধী স্লোগান’ দেওয়ার অভিযোগে দেশটির কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা অশ্বিনী উপাধ্যায়সহ ৫ জনকে মঙ্গলবার আটক করেছে পুলিশ।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলেও সেটা মুহূর্তে মুসলিমবিরোধী আয়োজনে পরিণত নেয়। মিছিলে মুসলিমবিরোধী স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করে।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যাচ্ছে, মিছিলে অংশ নেওয়া ডজন মানুষ ভারতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তাদের ক্ষতি করার হুমকি দিচ্ছেন। আগেও এসব ব্যক্তির বিরুদ্ধে মুসলিমবিরোধী এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ভাইরাল হয়। এই ঘটনার পর ব্যাপক সমালোচনা করেন বেশিরভাগ মানুষ। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে তারা অভিযুক্ত সেসব মানুষকে চিহ্নিত করেছে। যদিও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করছেন।
বিজ্ঞাপন
সুশীল ও নাগরিক সমাজ থেকে পুলিশি হস্তক্ষেপের দাবি উঠলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। বিজেপির মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় ছাড়াও বিনীত, প্রীত সিং, দীপক সিং ও বিনোদ শর্মা নামে আরও চার জনকে পুলিশ আটক করেছে।
করোনার কারণে বেশি লোকের জমায়েতে অনুমতি নেই। পুলিশ জানিয়েছে, ৫০ জন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, ধীরে ধীরে আরও লোক জমায়েত হয়ে আপত্তিকর স্লোগান দিতে শুরু করে। ভিডিও দেখে তদন্ত চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছে।
মুসলিম গোষ্ঠীগুলো বলছেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাদের ওপর বৈষম্য ও সহিংসতা বেড়েছে। কিন্তু বিজেপি এই অভিযোগ অস্বীকার করছে। গত বছর দিল্লিতে এক দাঙ্গায় অর্ধশত মানুষের প্রাণহানি হয়। এর মধ্যে বেশিরভাগ মুসলিম।
এএস