দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আফগান সেনাপ্রধানকে
জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাই
মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানজুড়ে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে তালেবান। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সেনাপ্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কাবুল সরকার।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমগুলো বলছে, আফগানিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে দায়িত্ব থেকে সরিয়ে জেনারেল হায়বাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছিলেন। ওই পদে এখন আফগান সেনাবাহিনীর ২১৫ ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সদ্য দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে মাত্র দু’মাস আগে অর্থাৎ গত জুনে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেওয়া হলো।
বিজ্ঞাপন
এদিকে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবানের হাতে একের পর প্রাদেশিক রাজধানী পতনের মধ্যে আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েনদা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি বুধবার জানান, ‘অর্থমন্ত্রী পেয়ানদা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। কারণ তালেবান কাস্টমস (শুল্ক) পোস্টগুলো দখল করায় আফগানিস্তানের রাজস্ব আদায়ের ব্যাপক হ্রাস পেয়েছে।’
এছাড়া বুধবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, বুধবার তালেবান উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ নিজেদের দখলে নিয়েছে। তালেবান এ নিয়ে গত ছয় দিনে নয়টি প্রাদেশিক রাজধানী দখল করল।
স্থানীয় আইনপ্রণেতা জাবিউল্লাহ আতিক বার্তা সংস্থা এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘টানা কয়েক দিন ধরে লড়াই ও সংঘর্ষের পর বুধবার তালেবান যোদ্ধারা সরকারি নিরাপত্তা বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। গোটা শহর এখন তালেবানের দখলে।’
তালেবান নিমরোজের রাজধানী জারাঞ্জ, তাখারের রাজধানী তালোকান, কুন্দুজের রাজধানী কুন্দুজ, সার-ই-পল এর রাজধানী সার-ই-পাল, সামানগানের রাজধানী আইবাক, জাওজান রাজধানী শেবেরগানের ও বাদাখশানের ফয়জাবাদ দখল করেছে।
তালেবান খুব দ্রুতগতিতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বড় বড় শহর ও বাণিজ্য কেন্দ্রগুলো দখল করছে তালেবান। এতে করে দেশটি মারাত্মক এক নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে।
টিএম