অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের কোভিড ভ্যাকসিন নিলে মানুষ পরিণত হবেন শিম্পাঞ্জিতে! মাস কয়েক আগে এমন খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ফেসবুকে। এবার এই ভুয়া খবর ছড়ানো প্রায় তিনশ অ্যাকাউন্ট বন্ধ করে দিল মার্ক জুকারবার্গের সংস্থা।

জানা গেছে, প্রথম রাশিয়া থেকে ছড়ানো এই ভুয়া খবর সবচেয়ে বেশি ভাইরাল হয় ভারত, লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। গত বছর ডিসেম্বরের দিকে বিভিন্ন মিম ও পোস্ট তৈরি করা হয়েছিল। যেখানে লেখা ছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেই মানুষ শিম্পাঞ্জিতে পরিণত হবে। গত মে মাসে ফের নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এসব পোস্ট। প্রশ্ন ওঠে, কতখানি সুরক্ষিত ফাইজার টিকা?

ফেসবুকের তরফে বলা হয়, “আমরা ফেসবুক থেকে এরকম ৬৫টা অ্যাকাউন্ট আর ২৪৩টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছি। কারণ, এই ধরনের পোস্ট আমাদের পলিসি বিরুদ্ধ।”

উল্লেখ্য, ভুয়া খবর বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ভুয়া খবর ছড়িয়েছে, এমন বহু অ্যাকাউন্টের পোস্ট আগেও অনেকবার মুছে ফেলা হয়েছে। এছাড়া গুজব আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু পুরোপুরি রোখা যায়নি ভুয়া খবর। 

এইচকে