এভাবে তালেবানকে স্বীকৃতি দেবে না অনেক দেশ
তালেবান যেভাবে সামরিক দাপট দেখিয়ে একের পর এক প্রদেশ দখল করে কাবুল কব্জা করার চেষ্টা চালাচ্ছে, এভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করলে তালেবানকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে ভারত, জার্মানি, তুরস্ক, কাতারসহ আরও কিছু দেশ।
দুই দশকের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সব সেনা যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান থেকে চলে যাওয়ার মধ্যে তালেবান যেভাবে সহিংস পথে গোটা আফগানিস্তান দখল করে চলেছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বানও জানিয়েছে এসব দেশ।
বিজ্ঞাপন
কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান নিয়ে দুটি পৃথক বৈঠকের পর শুক্রবার কাতার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অংশগ্রহণকারী দেশগুলো সম্মত হয়েছে যে, আফগান শান্তি প্রক্রিয়াকে ‘অতি জরুরি’ বিষয় হিসেবে ত্বরান্বিত করতে হবে।
বিবৃতিটি এসেছে যখন তালেবানরা গত কয়েক দিনের মধ্যে কান্দাহার এবং হেরাত, আফগানিস্তানের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম শহরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে গোটা আফগানিস্তানে তার আঞ্চলিক নিয়ন্ত্রণকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করে চলেছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারীরা তালেবান আর আফগান সরকারের মধ্যে বিশ্বাস গড়ে তোলার এবং যতটা দ্রুত সম্ভব রাজনৈতিক সমঝোতা ও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য উভয়পক্ষকে আহ্বান জানাচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান নিয়ে গত ৯ আগস্ট অনুষ্ঠিত প্রথম বৈঠকটিতে চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, যুক্তরাজ্য, কাতার, উজবেকিস্তান, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। ১২ আগস্টের দ্বিতীয় বৈঠক অংশ অংশ নেন জার্মানি, ভারত, নরওয়ে, কাতার, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিনিধিরা।
বৈঠকের পর বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে সহিংসতা চলছে। বেসামরিক মানুষজন হতাহত হচ্ছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে, আকাশ ও স্থলপথে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় ব্যাপকভাবে উদ্বিগ্ন দেশগুলো।
এএস