ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নতুন প্রজাতির একটি সাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এ সাপের সন্ধান পেয়েছেন। ঘাড়ের উপর লাল রংয়ের ফোঁটা সাপটির বিশেষত্ব। 

প্রাণী শ্রেণিবিন্যাসবিদ্যার ওপর নিউজিল্যান্ড থেকে প্রকাশিত জার্নাল ‘জ্যুটেক্সা’র সাম্প্রতিক এডিশনে বিষয়টি উপস্থাপন করেছেন বিজ্ঞানীরা। 

নতুন প্রজাতির সাপটির নাম দেওয়া হয়েছে ‘র‌্যাবডোপিস বিন্দি’। দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এ প্রজাতির ২৭ ধরনের সাপ রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

অভিযানে থাকা অভিজিত দাস নামে এক বিজ্ঞানী বলেন, নতুন প্রজাতির সাপটির নামকরণ করা হয়েছে এর ঘাড়ের উপর লাল রংয়ের বিশেষ ফোঁটার বিষয়টি মাথায় রেখে।

নতুন প্রজাতির এ সাপের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার থেকে ৮০ সেন্টিমিটার। সাপগুলো নিম্নভূমি চিরহরিৎ বনে বাস করে বলে মনে করেন বিজ্ঞানীরা।

সূত্র: হিন্দুন্তান টাইমস

জেডএস