লেবাননে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ২০
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে গ্যাসবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। স্থানীয় রেডক্রসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) রাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকার কথাও বলা হয়েছে খবরে। তবে বিস্ফোরণের কারণ প্রাথমিক জানা যায়নি।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমগুলো জানায়, লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার অঞ্চলে গ্যাসবাহী ট্যাঙ্কারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আকাশে আগুনের স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ট্যাঙ্কারটি পুড়ে যায়।
বিস্ফোরণের পরপরই রেডক্রসের উদ্ধারকারী ২২টি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০টি মরদেহ উদ্ধার করে। আহত সাত জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সূত্র: আরটি, জে. পোস্ট
জেডএস