কাবুল ছাড়েননি হামিদ কারজাই, চাইলেন জনগণের সুরক্ষা
প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করলেও কাবুলে আছে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থানের কথা নিশ্চিত করেছেন।
তিন মেয়েকে সঙ্গে নিয়ে ওই ভিডিও বার্তায় সাবেক এই আফগান প্রেসিডেন্ট সরকারি বাহিনী এবং তালেবানদের জনগণের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি জনগণকে শান্ত হয়ে নিজে বাড়িতে থাকতে বলেছেন।
বিজ্ঞাপন
হামিদ কারজাই বলেন, ‘আমার মেয়েদের নিয়ে আমি কাবুলেই আছি। আমি সরকারি বাহিনী ও তালেবানদের জনগণের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানাই।’
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় আফগানিস্তানে ক্ষমতাচ্যুত হয় তালেবান সরকার। ওইসময় দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। কারজাইয়ের পর আফগানিস্তানে প্রেসিডেন্টের ক্ষমতায় আসেন আশরাফ গনি।
বিজ্ঞাপন
রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে ঢোকার পরই দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। এসময় প্রেসিডেন্টের সঙ্গে তার কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা ও সরকারের শীর্ষস্থানীয় নেতারাও চলে গেছেন।
পরে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে গনি জানান, ‘রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন’। ওই বিবৃতিতে তিনি বলেন, ‘তালেবান জিতেছে। দেশের সম্পদ, সম্মান এবং জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের।’
তবে প্রেসিডেন্ট গনি এখন কোথায় আছেন, বিবৃতিতে তা উল্লেখ করেননি।
এমএইচএস