নিজেদেরকে আর গোপন রাখবে না তালেবান নেতারা
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ
তালেবান নেতারা এখন থেকে নিজেদেরকে এবং নিজেদের সকল কর্মকাণ্ডকে প্রকাশ করবে। ‘গোপনীয় আর কোনো ছায়া’ রাখা হবে না বলেও ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। বুধবার (১৮ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে তালেবানের এক শীর্ষ কর্মকর্তা একথা বলেন।
তবে ২০ বছর আগের কথা তুলনা করলে তালেবানের এই বর্তমান অবস্থান পুরোপুরি ভিন্ন। সেসময় তালেবানের নেতারা নিজেদেরকে গোপন রাখতে এবং গোপনে বসবাস করতেই বেশি পছন্দ করতেন।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আমরা তালেবানের পক্ষ থেকে নতুন কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি। উদাহরণ স্বরূপ বলা যায়, কাবুল দখলের পর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে আসেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বছরের পর বছর ধরে গোপনে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এই ব্যক্তিকে সাংবাদিকরা সরাসরি দেখতে পেয়ে চমকে ওঠেন।
তালেবানের ওই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, পুরো আফগানিস্তান দখলের পর এখন কোনো ধরনের উদযাপন না করতে তালেবান যোদ্ধাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেসামরিক আফগানদের হাতে থাকা অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
টিএম