এটি সেনা প্রত্যাহার নয়, আত্মসমর্পণ ছিল : ট্রাম্প
আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় চরম অদক্ষতার পরিচয় দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট।
রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যালাবামার কালম্যান শহরে নিজ সমর্থকদের এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আফগানিস্তান থেকে যেভাবে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহার করা হয়েছে, তাতে আমরা হতভম্ব এবং এর আগে সম্ভবত যুক্তরাষ্ট্র এ জাতীয় কোনো বিষয়ে এত অদক্ষতার পরিচয় দেয়নি।’
বিজ্ঞাপন
‘এটি আসলে সেনা প্রত্যাহার ছিল না, বরং আত্মসমর্পণ ছিল।’
২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলা চালিয়েছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক। সেসময় এই সংগঠনের মূল ঘাঁটি ছিল তালেবানশাসিত আফগানিস্তান।
বিজ্ঞাপন
হামলার পর ওই বছরই দেশটিতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী, পতন হয় তালেবান সরকারের।
২০ বছর পর ২০২১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘকালীন এই যুদ্ধের অবসান ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন; ঘোষণা দেন চলতি বছর ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে, পরে এই সময়সীমাকে আরও এগিয়ে ৩১ আগস্ট করা হয়।
সেই অনুযায়ী সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালোবান বাহিনী এবং মাত্র তিন মাসের মধ্যে দেশের ৩৪ টি প্রদেশের ২৮ টি নিজেদের দখলে নেওয়ার পর গত ১৫ আগস্ট কাবুল দখল করে।
এদিকে, তালেবান বাহিনী হাতে কাবুলের পতন হওয়ার আগে থেকেই আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সেখান থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন; কিন্তু কাবুল বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে সেই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং এখনও দেশটিতে ঝুঁকি নিয়ে অবস্থান করছেন বিদেশি নাগরিকরা।
উদ্ভুত পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও পার্লামেন্ট কংগ্রেসের আইন প্রণেতারা প্রেসিডেন্ট বাইডেনের ব্যাপক সমালোচনা করছেন, তবে বাইডেন বলেছেন; তার সামনে বিকল্প কোনো পথ ছিল না এবং তিনি এ ব্যাপারটি শুরু করেননি। তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি তালেবান বাহিনীর সঙ্গে করেছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন মাত্র।
রোববারের সমাবেশে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি দেশের প্রেসিডেন্ট থাকলে সেনা প্রত্যাহারের প্রক্রিয়াটি আরও সুষ্ঠু ও সুন্দর হতো।
ট্রাম্প বলেন, ‘আমাদের সসম্মানে আফগানিস্তান থেকে বিদায় নিতে পারতাম এবং সেটিই উচিত ছিল; কিন্তু বাস্তবে যা ঘটেছে, আমরা যেভাবে বিদায় নিয়েছি, তাকে সম্মানজনক বলার কোনো উপায় নেই।’
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ