পিৎজায় মিলল নাট-বল্টু, বিপদ থেকে বাঁচলেন তরুণী
পিৎজার অর্ডার করেছেন, অপেক্ষা করছেন এলেই দ্রুত তা সাবাড় করবেন! খানিক বাদে পিৎজা এলো ঠিকই, কিন্তু তা আর খেতে পারলেন না জিম্মা বারটন নামে ইংলিশ এক তরুণী।
কারণ খেতে গিয়ে দেখলেন পিৎজার মধ্যে রয়েছে নাট-বল্টু ! যা দেখে আতঙ্কে রয়েছেন ওই তরুণী। তার মুখে এখন একটাই কথা, ‘ভাগ্যিস, দেখেছিলাম ঠিক সময়। নাহলে পিৎজার সঙ্গে ওগুলো গিলে ফেললে কী যে হতো!’
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের ডমিনোজ পিৎজার ফ্লিটউড রোড নর্থ এলাকার স্থানীয় একটি আউটলেটে। পিৎজার টপিংয়ে এক্সট্রা চিজ ছাড়াও আরও মজাদার উপকরণ থাকে। কিন্তু এক্ষেত্রে ছিল নাট-বল্টু!
বিজ্ঞাপন
‘নাট-বল্টু’ওয়ালা পিৎজার সেই ছবি সামাজিকমাধ্যমে আপলোড করে ওই তরুণী লিখেছেন, ‘দয়া করে নিজেদের পিৎজা এখন থেকে খুব ভাল করে অন্তত দুইবার দেখে খাবেন। আমার খুব ভয় লাগছে। ভাবতেই পারছি না, কী হতো ওগুলো খেয়ে ফেললে! আর কেউ যেন এমন অভিজ্ঞতার মুখে না পড়েন।’
তবে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে ওই তরুণীর কাছে ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে তাকে টাকা ফেরত দিয়েছে কোম্পানিটি। একইসঙ্গে বিবৃতি দিয়ে তারা ক্রেতার সন্তুষ্টি এবং নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।
জেডএস