মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি

আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে থাকা মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের উদ্ধার করতে পারছে না যুক্তরাষ্ট্র। কাবুলের বাইরে থাকায় আটকে পড়া ওইসব মানুষদের জন্য মার্কিন সামরিক বাহিনীর আপাতত কিছুই করার নেই বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, কাবুলের বাইরে আটকে থাকা মার্কিন ও আফগান নাগরিকদের উদ্ধারের সক্ষমতা নেই মার্কিন সামরিক বাহিনীর।

স্থানীয় সময় বুধবার তিনি সাংবাদিকদের জানান, ‘আমি এটা বলতে চাই না যে- আমরা পুরো আফগান ভূখণ্ডজুড়ে বিমান নিয়ে ঘুরবো এবং মানুষকে উদ্ধার করবো।’

পেন্টাগনের এই মুখপাত্র জানিয়েছেন, আটকে পড়া মানুষকে বিমানবন্দরে উড়িয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত মাত্র তিনবার হেলিকপ্টার ব্যবহার করেছে এবং এখনও সাহায্য প্রত্যাশা করা মানুষ মার্কিন সরকারকে সহায়তার আহ্বান জানাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সান ডিয়াগো ইউনিয়ন-ট্রিবিউন’র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৪০ জন আফগানের একটি দল কাবুলের বাইরে আটকা পড়েছেন এবং তারা দেশটির রাজধানীতে পৌঁছাতে পারছেন না।

ওই ৪০ জন আফগানের মধ্যে ২৪ জনই ক্যালিফোর্নিয়ার কার্জন ভ্যালির শিক্ষার্থী। সেখানকার স্কুল ডিস্ট্রিক্ট সুপার ডেভিড মিয়াশিরো জানিয়েছেন, আটকে পড়া ওই আফগানরা বিশেষ ভিসার অধীনে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেয়েছিলেন এবং দেশ ছাড়ার আগে তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে কাবুলের বাইরে গিয়েছিলেন।

তবে কিরবি বলছেন, ‘এখানে (আফগানিস্তানে) আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে।’

টিএম