মৃত খালাকে শ্রদ্ধা জানাতে অস্ট্রেলীয় কৃষকের ‘ভেড়া শিল্পকর্ম’
মারণ রোগ ক্যান্সার কেড়ে নিয়েছে খালাকে। লকডাউন চলার কারণে শেষ দেখা হয়নি, শেষকৃত্যেও উপস্থিত থাকতে পারেননি; কিন্তু তাই বলে নিজের পরিবারের মৃত সদস্যকে ভালবাসা জানাতে পিছিয়ে থাকবেন, এমন মানুষই নন বেন জ্যাকসন।
এ কারণেই নিজের গৃহপালিত কয়েক হাজার ভেড়া দিয়ে হৃদয় আকৃতির ইমেজ তৈরি করে তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিজ্ঞাপন
এ সংক্রান্ত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে পেশায় কৃষক বেন জ্যাকসন কর্মসূত্রে থাকেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের গ্রামীণ এলাকা গুয়ারায়। অন্যদিকে, তার পরিবারের আত্মীয়দের একাংশ থাকেন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে, নিউ সাউথ ওয়েলস থেকে যার দূরত্ব ৪০০ কিলোমিটার।
সম্প্রতি কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন জ্যাকসনের খালা; কিন্তু করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে রাজধানী সিডনিসহ নিউ সাউথ ওয়েলসে লকডাউন চলার কারণে তার সঙ্গে শেষ দেখা হয়নি জ্যাকসনের। খালার শেষকৃত্যেও উপস্থিত থাকতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
বিবিসিকে বেন জ্যাকসন বলেন, ‘তার সঙ্গে দেখা করা, সান্ত্বনা জানিয়ে দু’টি কথা বলা বা শবযাত্রায় যাওয়ার কোনো উপায় আমার সামনে ছিল না।’
‘আমি খুবই হতাশ, অসহায় বোধ করছিলাম তার মৃত্যুর খবর শোনার পর। এ সময়েই ক্ষেতে বিশাল একটি হৃদয় আকৃতির ইমেজ করার আইডিয়া আমার মাথায় আসে এবং আমার মনে হলো- এটি হতে পারে তাকে ভালোবাসা জানানোর সবচেয়ে চমৎকার উপায়।’
‘নতুন বুদ্ধি’ অনুযায়ী, নিজের শস্যক্ষেতের মাঠে হৃদয় আকৃতির একটি বিশাল নকশা আঁকেন তিনি, তারপর সেই নকশায় শস্যদানা ছড়িয়ে দেন। তারপর নিজের গৃহপালিত কয়েক হাজার ভেড়াকে তা খেতে ছেড়ে দেন তিনি।
ভেড়াগুলো যখন নকশার চারপাশে জড়ো হয়ে শস্য খাচ্ছিল তখন ড্রোন থেকে তাদেরর জড়ো হওয়ার দৃশ্যের ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বেন জ্যাকসন।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে কয়েক হাজার ভেড়া জড়ো হয়ে সেই শস্যদানা খাচ্ছে, উপর থেকে তাদের সেই জড়ো হওয়ার আকৃতি অনেকটা হৃদয়ের মতো।
গত মে মাসে খালার সঙ্গে শেষ দেখা হয়েছিল জ্যাকসনের । তারপর লকডাউন জারি হওয়ায় ব্রিসবেনে যেতে পারেননি তিনি।
বিবিসিকে তিনি জানান, আগেও তিনি নিজের গৃহপালিত পশু পাখি, বিশষত ভেড়া দিয়ে এ ধরনের শিল্পকর্ম করেছেন এবং তার খালা বরাবরই এসবের ভক্ত ছিলেন। জীবিত অবস্থায় জ্যাকসনকে উৎসাহও দিতেন তিনি।
জ্যাকসনের এই ভেড়া শিল্পকর্মের ছবি এবং এ সংক্রান্ত প্রতিবেদন অস্ট্রেলিয়ান টিভিতে প্রচার করা হয়েছে, দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে সেই ছবি। প্রচুর মানুষ তার এই শিল্পকর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
বিবিসিকে বেন জ্যাকসন বলেন, ‘তিনি যেখানেই থাকুন, আমার বিশ্বাস তিনি দেখছেন কী পরিমাণ মানুষ আমার এই কাজটিকে ভালবেসেছেন। আর আমি এই কাজটি করতে পেরেছি তাকে ভালবাসি বলেই।’
সূত্র : বিবিসি
এসএমডব্লিউ