সারাদিন কর্মব্যস্ত থাকার পর রাতের খাবার পরিবারের সদস্যদের সঙ্গে খেতে চান অনেকেই। কিন্তু জীবনে কখন কোন দুর্ঘটনা ঘটে তা বলা মুশকিল। এমনই একটি দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকল ভিয়েতনামি একটি পরিবার। যদিও এ দুর্ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে দুর্ঘটনাটির একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ছয় সদস্যের একটি ভিয়েতনামি পরিবার একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় তাদের মাথার উপর খুলে পড়ে সিলিং ফ্যান। এতে ভয় পেয়ে যান পরিবারের সবাই। এরপরেই পরিবারের একজন নারী তার ছোট সন্তানের দিকে ছুটে যান। তাদের কোথাও আঘাত লেগেছে কি না তা পরীক্ষা করে দেখেন। যদিও সৌভাগ্যবশত ফ্যানের আঘাতে কেউই আহত হননি।

সম্প্রতি এ ঘটনার ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যেই প্রায় ৩ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। বিভিন্ন কমেন্টও দিয়েছেন অনেকেই। ভিডিওটি দেখে কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন। আবার কেউ আবার দুর্ঘটনা থেকে পরিবারটিকে রক্ষা করার জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানান।

এসকেডি