কাবুল : হামলায় নিহত হয়েছেন মা, নিখোঁজ দুই শিশু
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের বেশিরভাগই বেসামরিক আফগান নাগরিক। তবে হামলার পর প্রায় ২৪ ঘণ্টা হতে চললেও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। আতঙ্কিত মানুষ এখনও খুঁজে ফিরছেন তাদের খোঁজ না পাওয়া স্বজনদের।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগান সাংবাদিক বিলাল সারওয়ারি টুইটারে দু’টি শিশুর ছবি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বিকেলে কাবুল বিমানবন্দরে হামলার পর থেকে ওই দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই দুই শিশুর নাম মিনা ও মাসিদ বলে জানানো হয়েছে।
— BILAL SARWARY (@bsarwary) August 27, 2021
ওই সাংবাদিকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিলাল সারওয়ারি ওই দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। তারা জানিয়েছেন- বৃহস্পতিবারের ভয়াবহ ওই হামলায় নিখোঁজ ওই দুই শিশুর একজনের মা নিহত হয়েছেন। কিন্তু হামলার পর প্রায় পুরো একদিন পার হলেও শিশু দু’টিকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
কাবুলের বিমানবন্দরে বৃহস্পতিবারের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৯০ জনই বেসামরিক আফগান নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ওই হামলায় নিহত বেসামরিক আফগানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৯০ জনে। এছাড়া নিহত কমপক্ষে আরও ১৩ মার্কিনিসহ হামলায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
এছাড়া হামলায় এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১৮ জন মার্কিন সেনা ও চাকরিজীবী রয়েছেন বলেও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কাবুল বিমানবন্দরে পরপর দু’টি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় অ্যাবেই গেটের কাছে। যেখানে মার্কিন ও ব্রিটিশ বাহিনী বিমানবন্দরের দায়িত্বে ছিল। হামলার পর গোলাগুলির ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে ব্যারন হোটেলের পাশে। যেখানে ব্রিটিশ কর্মকর্তারা যুক্তরাজ্যে ভ্রমণ প্রত্যাশী আফগানদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছিল।
এদিকে ওই একই প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবারের হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর জেনারেল ফ্রাংক ম্যাকেঞ্জি সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
টিএম