সিঙ্গাপুরে করোনার দুই ডোজ টিকা পেয়েছেন ৮০ শতাংশ মানুষ
সিঙ্গাপুরে ৮০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অং ইউ কুং। যে কারণে দেশটিতে ধীরে ধীরে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
রোববার (২৯ আগস্ট) ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি টিকাকরণ দেশের তালিকায় উঠে এসেছে এশিয়ার দেশটির নাম।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লেখেন, আমরা আরেকটি মাইলফলক অতিক্রম করেছি, আমাদের ৮০ শতাংশ মানুষকে করোনার দুই ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
এদিকে চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার।
বিজ্ঞাপন
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ৬ হাজার।
জেডএস