আফগানদের প্রতিরোধ চলবে : আহমেদ মাসুদ
আফগানিস্তানে বিদ্রোহীদের দখলে থাকা শেষ প্রদেশ পাঞ্জশিরের তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) নেতা আহমেদ মাসুদ বলেছেন, আফগানিস্তানের মানুষ তাদের অধিকারের দাবিতে প্রতিরোধ ও লড়াই চালিয়ে যাবে।
শনিবার তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, আফগানরা তাদের স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিতে লড়াই করছে এবং তারা কখনো হাল ছেড়ে দেবে না। প্রতিরোধ পাঞ্জশিরে সীমাবদ্ধ নেই। নারীদের যুক্ত হতে হবে, যারা তাদের অধিকারের দাবিতে লড়াই জারি রেখেছেন।
বিজ্ঞাপন
আহমেদ মাসুদ আরও লিখেছেন, ‘এ পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ করে আসা পাঞ্জশিরের যোদ্ধা অথবা অধিকারের দাবিতে আওয়াজ তোলা হেরাতে আমাদের উদ্যোগী বোনদের বিক্ষোভ এটাই দেখায় যে, জনগণ তাদের ন্যায়সঙ্গত দাবি থেকে সরে আসেনি এবং তারা তাদের এই প্রতিরোধ থেকে পিছপা হবে না। কোনো হুমকি তাদের পিছু হটাতে পারবে না।’
কট্টর ইসলামপন্থী তালেবান ক্ষমতায় আসার পর নারীদের অধিকারবঞ্চিত হওয়ার উদ্বেগের মধ্যে শুক্রবার রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন নারীরা। এর আগে বৃহস্পতিবার আরেক প্রদেশ হেরাতেও বিক্ষোভ করেন একদল নারী।
বিজ্ঞাপন
পাঞ্জশিরের দখল নিয়ে তালেবানের সঙ্গে লড়াই করছে সাবেক আফগান সেনা ও কয়েক হাজার মিলিশিয়া। মাসুদ বাহিনী (এনআরএফ) ছাড়াও সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ’র অনুগত বাহিনীও তাদের সঙ্গে এই লড়াইয়ে যোগ দিয়েছে।
আফগানিস্তানের পাঞ্জশের উপত্যকা একমাত্র এলাকা যেখানে তালেবানের নিয়ন্ত্রণ নেই। গত ১৫ আগস্ট কাবুলে ঢোকার পর উপত্যকার নিয়ন্ত্রণ নিতে তালেবান যোদ্ধারা এর চারপাশ ঘিরে ফেলে। তবে এখনো প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে মাসুদের নেতৃত্বাধীন এনআরএফ।
রাজধানী কাবুলের উত্তর-পূবে পাঞ্জশের আফগানিস্তানের সবচেয়ে ছোট একটি প্রদেশ। পাহাড়ঘেরা এই প্রদেশে দেড় থেকে দুই লাখের মতো মানুষের বাস। এলাকাটি বরাবরই তালেবানবিরোধী। এর বড় কারণ, উপত্যকাটি কিংবদন্তি যোদ্ধা আহমাদ শাহ মাসুদের ঘাঁটি।
আহমেদ শাহ মাসুদ আশির দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং নব্বইয়ের দশকে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছেন। তার ছেলে আহমেদ মাসুদ এখন তালেবানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। আফগানদের তাতে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।
এএস