পাঁচ রাজ্যের ভোটে দায়িত্ব বণ্টন করল বিজেপি
উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য দায়িত্ব বণ্টন করেছে বিজেপি। বুধবার ঘোষিত ওই তালিকায় দেখা যাচ্ছে, বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকায় রয়েছেন পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রী।
আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে বিধানসভার ভোট। দেশটির বৃহত্তম রাজ্য (জনসংখ্যার নিরিখে) উত্তরপ্রদেশকে ছয়টি অঞ্চলে ভাগ করে নির্বাচনী দায়িত্ব বণ্টন করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে সামগ্রিকভাবে বিজেপির দায়িত্বে থাকবেন। তার সঙ্গে থাকবেন অনুরাগ ঠাকুর, অর্জুন মেঘওয়াল, অন্নপূর্ণা দেবী আর শোভা করন্ডলাজের মতো নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা।
কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপির নেতা অরবিন্দি মেনন (গোরক্ষপুর), সঞ্জীব চৌরাসিয়া (ব্রজভূমি), ওয়াই সত্য কুমার (অওয়ধ), সুধীর গুপ্ত (কানপুর) এবং সুনীল ওঝা (কাশী) রয়েছেন উত্তরপ্রদেশের বাকি পাঁচটি অঞ্চলের দায়িত্বে।
বিজ্ঞাপন
আরও থাকবেন হরিয়ানার ক্যাপ্টেন অভিমন্যু ও ছত্তিশগড়ের সরোজ পান্ডে। পশ্চিম উত্তরপ্রদেশের ভোটের দায়িত্ব পেয়েছেন হরিয়ানার এমপি সঞ্জয় ভাটিয়া। ভারতে চলমান কৃষক আন্দোলনের জেরে এই এলাকায় বিজেপির ফল খুব খারাপ হতে পারে বলে পূর্বাভাস।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিংয়ের নেতৃত্বে উত্তরাখণ্ডে ভোটের দায়িত্বে থাকবেন পশ্চিমবঙ্গের লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র আরপি সিং। পঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং ও হরদীপ সিং এবং সাংসদ মীনাক্ষী লেখি ও বিনোদ চাওড়াকে।
মণিপুরে ভোটে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এছাড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও আসামের মন্ত্রী অশোক সিঙ্ঘল রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে।
এদিকে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে দেওয়া হয়েছে আসন্ন গোয়া বিধানসভা ভোটের দায়িত্ব। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জি কিসান রেড্ডি এবং দর্শনা জরদোস থাকবেন দেবেন্দ্র ফড়ণবীসের সহকারীর ভূমিকায়।
এএস