এখনও আফগানিস্তানেই আছেন মাসুদ-আমরুল্লাহ
সাবেক আফগান রাষ্ট্রদূত জহির আকবর
পাঞ্জশিরের নেতা আহমাদ মাসুদ এবং আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এখনও আফগানিস্তনে আছেন এবং তালেবানবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন। তাজিকিস্তানের সাবেক আফগান রাষ্ট্রদূত জহির আকবর বুধবার এ তথ্য জানিয়েছেন।
বুধবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জহির আকবর বলেন, ‘আহমাদ মাসুদ আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন বলে যে সংবাদ প্রচারিত হচ্ছে- তা সত্য নয়। তিনি আফগানিস্তানেই আছেন।’
বিজ্ঞাপন
‘আর একটি কথা হলো- আমি নিয়মিত আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর সঙ্গে যোগাযোগ রাখছি। বর্তমানে তিনি পাঞ্জশিরে আছেন এবং সেখানে তালেবান বিরোধী লড়াই সংগঠিত করছেন।’
‘অর্থাৎ আমি বলতে চাইছি, আহমাদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ- দু’জনই বর্তমানে আফগানিস্তানে আছেন।’
বিজ্ঞাপন
২০২১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মে মাস থেকে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালেবান বাহিনী এবং অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে মাত্র তিন মাসের মধ্যে দেশের ৩৪ টি প্রদেশের মধ্যে ৩৩টিই নিজেদের দখলে নিয়ে আসে। একমাত্র যে প্রদেশটি তাদের দখলের বাইরে ছিল- সেটি হলো আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় ক্ষুদ্র পার্বত্য প্রদেশ পাঞ্জশির।
গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে তালেবান বাহিনী, তবে পাঞ্জশির দখলে না আসায় রাজধানী দখলের পরপরই সরকার গঠন করেনি তারা।
৩০ আগস্ট থেকে পাঞ্জশিরে অভিযান শুরু করে তালেবান বাাহিনী প্রদেশটির নেতা নেতা আহমাদ মাসুদ, আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের অনুগত বাহিনী এবং আফগান সেনাবাহিনীর তালেবানবিরোধী কয়েক হাজার সদস্যদের সমন্বয়ে গঠিত সামরিক জোট এনআরএফের সঙ্গে তীব্র লড়াই হয় তালেবান সেনাদের।
প্রায় এক সপ্তাহের তীব্র লড়াই শেষে সোমবার (০৬ সেপ্টেম্বর) পাঞ্জশিরে নিজেদের পতাকা ওড়াতে সক্ষম হয় তালেবান বাহিনী।
তালেবান যদিও দাবি করেছে যে, পাঞ্জশির তাদের দখলে এসেছে, কিন্তু এনআরএফএ’র পক্ষ থেকে বলা হয়েছে, তালেবানদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।
এই পরিস্থিতিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গত ৬ সেপ্টেম্বর তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছিল, আহমাদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ- উভয়েই আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন।
সেই প্রতিবেদন প্রকাশের দুই দিন পর বুধবার (০৮ সেপ্টেম্বর) তাজিকিস্তানের সাবেক আফগান রাষ্ট্রদূত জানালেন, দু’জনের কেউই এখনও পালাননি।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ