আফগানিস্তানে ছেলেদের জন্য স্কুল খুলছে
ছেলেদের জন্য শনিবার থেকে আফগানিস্তানের স্কুলগুলো খুলে দেওয়া হবে। বিবৃতি দিয়ে শুক্রবার এই ঘোষণা দিয়েছে সম্প্রতি আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়। তবে মেয়েরা কবে নাগাদ শ্রেণিকক্ষে ফিরতে পারবে কিংবা আদৌ ফিরতে পারবে কিনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।
কাবুলে ঢোকার মধ্য দিয়ে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান এক মাসের বেশি সময় আগে আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ। নাজুক অর্থনীতির গতি সচল করতে হিমশিম খাচ্ছে তালেবান সরকার। এছাড়া দেশটিতে জনজীবন এখনো স্বাভাবিক করতে পারেনি তারা।
বিজ্ঞাপন
রয়টার্স জানিয়েছে, তালেবানের ক্ষমতা দখলের পর কিছু স্কুল তাদের কার্যক্রম পরিচালনার বন্দোবস্ত করতে পেরেছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থীরাও স্কুলে যাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা গেছে। তবে গোটা আফগানিস্তানজুড়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো এখনো খুলে দেওয়া হয়নি।
তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগের তালেবান শাসনামলের (১৯৯৬-২০০১) পুনরাবৃত্তি অর্থাৎ মেয়েদের জন্য শিক্ষাকে তারা এবার নিষিদ্ধ করবে না। তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়া হবে। তবে ছেলে-মেয়েদের একসঙ্গে পড়তে দেবে না।
বিজ্ঞাপন
তালেবান অবশ্য ক্ষমতা দখলের পর স্কুল বন্ধ রাখার কোনো নির্দেশ দেয়নি। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান যে নিরাপত্তা পরিস্থিতি তাতে মেয়ে ও নারীদের জন্য তাদের স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব নয়। শুক্রবার ছেলেদের জন্য স্কুল খোলার ঘোষণা দেওয়া হলেও অবশ্য সেখানে মেয়েদের ব্যাপারে কিছু বলা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার থেকে দেশের সব সরকার-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে মাদ্রাসাগুলো আবার তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীরা ওইদিন থেকে তাদের শিক্ষাপ্রতিষ্ঠাতে যেতে পারবেন।
এএস