সরাসরি ফ্লাইট চলাচলে ইসরায়েল-মরক্কো চুক্তি
সম্পর্ক স্বাভাবিকের পর এবার দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য গত বৃহস্পতিবার একটি চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও মরক্কো। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে শুক্রবার খবরটি জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল শুরুর জন্য চুক্তি হলেও এ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া ইসরায়েলের সঙ্গে এ ধরনের একটি চুক্তির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মরক্কো কতৃপক্ষ।
বিজ্ঞাপন
বিগত কয়েক মাসের মধ্যে আরব বিশ্বের তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন চুক্তি করলো ইসরায়েল। এর আগে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচলের এর আগে এমন চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন।
গত ১০ ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে রাজি হয়েছে মরক্কো ও ইসরায়েল। এরপর দেশ দুটির মধ্যে ফ্লাইট চলাচলে এমন চুক্তির খবর আসলো।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়ে চুক্তি করেছিল মরক্কো।
এএস