মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের ১৫০-২০০ জন সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেকের দিন ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন নিরাপত্তা প্রহরার দায়িত্ব ছিল এসব সেনার কাঁধে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অভিষেক অনুষ্ঠানে নিয়োজিত ন্যাশনাল গার্ড সেনাদের করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে বলে শঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, জো বাইডেনের অভিষেক উপলক্ষে কংগ্রেস ভবন, তার আশপাশের এলাকা, যুক্তরাষ্ট্রের রাজধানী অঞ্চল ওয়াশিংটন শহরজুড়ে ২৫ হাজারের বেশি মার্কিন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছিল।  

তবে নাজুক আবাসন ব্যবস্থার কারণে ভাইরাসটির বিস্তার ছড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ক্যাপিটল হিলের মেঝেতে তখন সেনাদের গাদাগাদি করে ঘুমানো-বিশ্রামের ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে, করোনায় আক্রান্তের বিষয়টি নিয়ে কিছু বলতে চাচ্ছে না তারা। তবে জানানো হয়েছে, সেনারা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসির) নির্দেশনা মেনে চলছেন। 

এএস