করোনাভাইরাস মহামারির আগের নিয়মে ফিরেছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদ আল হারাম। মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো রোববার এই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সামাজিক দূরত্ব বিধি মানতে মসজিদের ভেতরে এবং বাইরে নামাজ আদায়ের জন্য যে গোল চিহ্ন আঁকা হয়েছিল সেটিও মুছে ফেলা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি এবং ফুটেজে দেখা যায়, মুসল্লিরা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। অবশ্য নামাজ আদায়ের সময় সামাজিক দূরত্ব বিধি প্রত্যাহার হলেও কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের অবশ্যই করোনাভাইরাসের টিকার ডোজ সম্পূর্ণ এবং মসজিদ প্রাঙ্গনে মাস্ক পরতে হবে।

গত বছর করোনাভাইরাস মহামারির পর রোববার প্রথমবারের মতো মক্কার মসজিদ আল হারামে নামাজ আদায়ের জন্য সোজা সারিতে দাঁড়ান মুসল্লিরা। চলুন  কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ের বেশ কিছু ছবি দেখে নেওয়া যাক-

 

 

 

 

 

 

 

 

টিএম