বাঁদরের বাঁদরামি বলে কথা। বাঁদরামি করতে করতে এক ব্যক্তির চোখ থেকে চশমা ছিনিয়ে নিয়ে গেছে বানর। পরে সেটি ফেরত পেতে দিতে হলো ‘ঘুষ’। সম্প্রতি ভারতে ঘটা এমন একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই উঠে এসেছে বাঁদরামির এই কাণ্ড। তবে ঘটনাটি ভারতের ঠিক কোথায় ঘটেছে, তা জানা যায়নি।

ভারতের আইপিএস অফিসার রুপিন শর্মা নিজের টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের হাতছাড়া হওয়া একটি চশমা ফিরে পেতে বানরের সঙ্গে দরাদরি করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লোকটির চশমা ছিনিয়ে নিয়ে একটি লোহার খাঁচার মতো জায়গার ওপর উঠে বসে রয়েছে বানরটি।

আর সেই লোহার খাঁচার নিচে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। চশমা ফিরে পেতে বানরকে তিনি একটি ফলের রসের প্যাকেট দেওয়ার চেষ্টা করছেন এবং একইসঙ্গে হাত থেকে সেটি বানরটি যখন নিতে যাচ্ছে, তখন তিনি সেটি ধরে রেখে আরেক হাত পেতে চশমাটি চাইছেন।

তবে বানরও বেশ চালাক। লোকটির দেখাদেখি চশমাটি মাটিতে গড়িয়ে দিয়ে আরেক হাতে সেই জুসের প্যাকেকটি টেনে নিয়েছে সে। নিমেষে এই ভিডিও নজর কেড়েছে অনেকের।

আইপিএস অফিসার রুপিন শর্মা এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্মার্ট বানর, এক হাতে দাও, এক হাতে নাও’।

ভিডিওটি প্রায় ২০ হাজার বার দেখা হয়েছে। দুই হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন তাতে। প্রচুর মানুষ শেয়ারও করেছেন বাঁদরের এই বাঁদরামির ভিডিও। এক ইউজার লিখেছেন, বহু ভারতীয় মন্দিরে এভাবেই বানরদের ট্রেনিং দেওয়া হয়। যেমন বারাণসী, মথুরা ও বৃন্দাবন।

আরেক ইউজার লিখেছেন, বৃন্দাবনে চুরি করা জিনিস যতক্ষণ না বাঁদরকে কিছু দেওয়া হচ্ছে, ততক্ষণ সে ফেরত দেয় না। খাবার বা কোনো পানীয় দিলে তবেই সেটি ফেরত পাওয়া যায়।

টিএম