ফাইল ছবি

জার্মানির বাভারিয়া অঞ্চলে দ্রুত-গতির একটি ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবারের এই হামলায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এক বিবৃতিতে দার ওবারফালজের নিউমার্কেট পুলিশ বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে সেখানে এখন আর কোনও হুমকি নেই।

দেশটির দৈনিক দ্য বিল্ড বলছে, ট্রেনে ছুরি হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন; যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, আহতদের কারও জীবন হুমকিতে নেই। একজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেয়নি পুলিশ।

আইসিই দ্রুত-গতির ওই ট্রেনটি বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের সিউবারসডর্ফ স্টেশনে রাখা হয়েছে। ঘটনাস্থলে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সাম্প্রতিক বছরগুলোতে জিহাদি এবং চরম ডানপন্থী গোষ্ঠীগুলোর সন্ত্রাসী হামলার হুমকির মুখোমুখি হয়েছে জার্মানি। ২০১৫ সাল থেকে বেশ কয়েকটি হামলার ঘটনাও ঘটেছে দেশটিতে।

গত জুনে জার্মানির দক্ষিণের উয়ের্জবার্গে সোমালি বংশোদ্ভূত এক তরুণের ছুরি হামলায় তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হয়।

সূত্র: এএফপি।

এসএস