ছবি থেকে ছবি বা অন্যকোনো কিছু খুঁজে বের করার খেলা এখন অনেক পুরোনো। কেউ আবার মনে বিড়াল আড়াল করে থলের বিড়াল খোঁজারও চেষ্টা করেন। কখনো গাছের পাশে লুকিয়ে থাকা বাঘ, কখনো কাদার মধ্যে থেকে ব্যাঙ খোঁজার খেলা নিয়ে মাতামাতি হয়। এবার একটু বিরতি নিয়ে আপাতত উপরের এই জানলার ছবি থেকে বিড়াল খুঁজে বের করুন... 

এক টুইটার ব্যবহারকারী ওই ছবি শেয়ার করে লিখেছেন, ছবিতে একটি বিড়ালও আছে। কিন্তু কোথায় আছে, তা তিনি বলেননি এবং তা বোঝাও যাচ্ছে না। আসলে ওই টুইটার ব্যবহারকারীর অঘোষিত প্রশ্ন, ছবিতে কোথায় আছে বিড়ালটি?

আপনিও দেখুন ছবিটি...

এ বার বলুন, খুঁজে পেলেন বিড়াল? ছবিটি এক ঝলক দেখলে কারও পক্ষেই বলা সম্ভব হবে না, বিড়ালটি কোথায় আছে। সুতরাং, আপনি একা নন। টুইটারে অনেকেই পারেননি প্রশ্নের সঠিক উত্তর দিতে। এখনও যদি খুঁজে না পেয়ে থাকেন, তা হলে নিচের টুইটার 

পোস্টের ছবিটি দেখুন...

এসএম