কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে পুলিশ সদস্য নিহত
ফাইল ছবি
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বাড়ির সামনেই বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কাশ্মিরের শ্রীনগরের বাটামালু এলাকায় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় নিহত পুলিশ সদস্য তার বাড়ির কাছেই কর্তব্যরত ছিলেন।
বিজ্ঞাপন
জম্মু ও কাশ্মিরের পুলিশ জানিয়েছে, নিহত ওই পুলিশ সদস্যের নাম তউসিফ আহমেদ। তার বাড়ি শ্রীনগরের বাটামালুর এসডি কলোনিতে। রোববার বিচ্ছিন্নতাবাদীদের হামলার কিছুক্ষণের মধ্যেই তউসিফকে স্থানীয় এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর শ্রীনগরে ওই এলাকাটি ঘিরে ফেলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে তারা। তবে রোববার রাত পর্যন্ত কোনো বিচ্ছিন্নতাবাদীর খোঁজ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে কাশ্মির সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। উপত্যকাটির পুঞ্চ ও রাজৌরি জেলায় সীমান্ত লাগোয়া জঙ্গলে তারা লুকিয়ে রয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর ধারণা।
যদিও গত প্রায় এক মাসে কোনো বিচ্ছিন্নতাবাদীকে আটক করতে পারেনি নিরাপত্তা বাহিনী। বরং তাদের হামলায় কমপক্ষে ১০ জন সেনা কর্মকর্তা এবং পুলিশ সদস্য নিহত হয়েছেন।
টিএম