জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বে দ্বীপ দেশগুলো যে ঝুঁকির সম্মুখীন হচ্ছে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি।

ওবামা বলেছেন, ‘২০১৫ সালের জলবায়ু আলোচনায় দ্বীপ দেশগুলোর গল্প প্যারিস চুক্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল; ওই সময় বৈশ্বিক তাপমাত্রার গড় বৃদ্ধি প্রাক-শিল্পযুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের ‘ভালো নিচে’ রাখতে প্রতিশ্রুতি দিয়েছিল দেশগুলো।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হাওয়াইতে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে আমি তৈরি হয়েছি। অভিযোজন এবং সহনশীলতার সাথে সাহায্য করার জন্য আমাদের এখনই কাজ করতে হবে।’

কপ২৬ সম্মেলনে অন্যান্য বক্তারা জলবায়ু অর্থায়নে বছরে ১০০ বিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি পূরণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর ব্যর্থতার বিষয়ে ওবামার ওপর চাপপ্রয়োগ করেছেন।

ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা বলেন, অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্রও জলবায়ু অর্থায়নে তার ন্যায্য অংশের তুলনায় খুবই সামান্য পরিশোধ করেছে। এখন আমরা সবচেয়ে দুর্বল। আমাদের এটি চুষতে এবং অপেক্ষা করতে বলা হচ্ছে। তিনি বলেন, উন্নত দেশগুলো আমাদের ব্যর্থ করছে।

সূত্র: রয়টার্স।

এসএস