মাঝ আকাশে অসুস্থ যাত্রীকে সেবা করে সুস্থ করলেন মন্ত্রী
মাঝ আকাশে অসুস্থ হওয়া সহযাত্রীর চিকিৎসা করে প্রশংসিত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার এই ঘটনা ঘটে।
এদিকে নিজের সহকর্মীর এই কাজে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি ইন্ডিগোর একটি টুইট শেয়ার করে প্রশংসা করেছেন ভাগবতের।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন ভাগবত কারাড। মহারাষ্ট্র থেকে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। মন্ত্রী ভাগবত পেশায় একজন চিকিৎসক। মঙ্গলবার তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন ইন্ডিগোর বিমানে।
— IndiGo (@IndiGo6E) November 16, 2021
মাঝপথে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে যাত্রাকালীন ঘটে বিপত্তি। বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। মাঝ আকাশে তখন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হন। চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে ওঠেন ওই যাত্রী।
বিজ্ঞাপন
— ANI (@ANI) November 16, 2021
ভারতীয় বার্তাসংস্থা এএনআই’র শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দিল্লি থেকে মুম্বাইগামী ওই ফ্লাইটের একটি আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত কারাড তাকে পরীক্ষা করছেন। এ নিয়ে তিনি বলেছেন, ‘অসুস্থ ওই ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন।’
পরে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী।
— Narendra Modi (@narendramodi) November 16, 2021
এদিকে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পুরো ঘটনার কথা তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। সেই টুইট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘তিনি সত্যিকারের একজন চিকিৎসক। দারুণ কাজ আমার সহকর্মীর।’
টিএম