সল্ট বে কে নিয়ে মশকরা, নুডলস বিক্রেতাকে তলব করল পুলিশ
কসাই থেকে তারকা শেফ বনে যাওয়া সল্ট বে নামে পরিচিত নুসরেত গোকচেকে নিয়ে মশকরা করে ভিডিও পোস্ট করার পর ভিয়েতনামের এক নুডলস বিক্রেতাকে তলব করেছে দেশটির পুলিশ।
সম্প্রতি অবশ্য ভিয়েতনামে এই সল্ট বে কে নিয়ে আলোচনা একটু বেশি হচ্ছে, তার কারণ এক ভিয়েতনামি মন্ত্রী। চলতি মাসেই লন্ডনে সল্ট বের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন ওই মন্ত্রী। সেখানে তিনি সোনার আস্তরণ দেওয়া খাবার খেয়েছিলেন বলে ভিডিওতে দেখা যায়। ভিয়েতনামে অনেকে বলছেন, অন্য সব কিছু বাদ দিয়েও ওই খাবারের দাম মন্ত্রীর এক মাসের বেতনের চেয়ে বেশি।
বিজ্ঞাপন
আবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে গেলেই ভিয়েতনামে যাকে তাকে ডেকে নেয় দেশটির পুলিশ। সর্বশেষ যে নুডলস বিক্রেতাকে পুলিশ তলব করেছ তার নাম ব্যুই তোয়ান লাম।
ফেসবুক-ইউটিউবে পরিচিত মুখ সল্ট বের খাবারে লবণ দেওয়ার নিজস্ব একটা স্টাইল রয়েছে। নুডলস বিক্রেতা সস্প্রতি যে ভিডিওটি আপলোড করেছিলেন ফেসবুকে সেখানে তাকে সল্ট বের ভঙ্গিতে নুডলসে পেঁয়াজ দিতে দেখা যায়। নিজেকে ‘গ্রিন অনিয়ন বে’ বলেও পরিচয় দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ওই ভিডিও আপলোড করার ছয়দিন পর তলব করা হয় ব্যুই তোয়ান লামকে। ওই নুডলস বিক্রেতা পরে কিছু ছবি আপলোড করেন যেখানে দেখা যায় ইউনিফর্ম পরা দুই পুলিশ সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ওই ছবি আপলোড করে সঙ্গে তিনি লিখেছেন দ্বিতীয় দফায় ডেকে পাঠানো হয়েছে।
তবে ওই নুডলস বিক্রেতা বিবিসিকে বলেছেন, জিজ্ঞাসাবাদে সল্ট বে কে নিয়ে মজা করে তৈরি করা ভিডিও প্রসঙ্গে কোনো কথাই বলেনি পুলিশ। তিনি বলেন, আমি জানি না আমাকে কেন ডেকে পাঠানো হলো। তারা আমাকে বলেছে, এটা গোপন রাখতে হবে।
নভেম্বরের ৩ তারিখে গোকচে একটি ভিডিও আপলোড করেন যেখানে দেখা যায় ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারেল তো লাম ব্যয়বহুল বলে পরিচিত রেস্তোরাঁ নুসর-এতে বসে খাচ্ছেন। গোকচের মালিকানাধীন রেস্তোরাঁটির খাবারের অতিরিক্ত মূল্যের জন্য বিশেষ পরিচিত রয়েছে।
নুসর-এতের ওয়েবসাইটে খাবারের মূল্যতালিকা দেওয়া না থাকলেও যারা এর রিভিউ করেছেন তাদের মতে সোনায় মোড়ানো ডিশের দাম পড়ে ৬৭ থেকে ২ হাজার ২২ মার্কিন ডলার। এরসঙ্গে ১৫ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হয়।
সল্ট বের রেস্তোরাঁয় খেয়ে সমালোচনার মুখে পড়া প্রথম মন্ত্রী নন তো লাম। ২০১৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে একই কারণ ব্যাপক সমালোচিত হয়েছিলেন।
সূত্র : বিবিসি।
এনএফ