জম্মু-কাশ্মিরের বুদগাম জেলা থেকে এক হাজার তিনশ বছরের পুরোনো একটি দুর্গা মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) জেলার খাগ এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উদ্ধার করা মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় আর্কাইভস, প্রত্নতত্ব এবং জাদুঘর বিভাগের একটি টিমকে ডাকা হয়েছে। তারা বুধবার (১ ডিসেম্বর) জেলা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কার্যক্রম চালু করবে।

একটি কালো পাথরে খোদাই করা মূর্তিটির সিংহ সিংহাসনে উপবিষ্ট দেবী দুর্গা, ডান হাতে একটি পদ্ম ধারণ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে মূর্তিটি প্রত্নতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

জেডএস