নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ শিশু-কিশোর মারা গেছে, নিখোঁজ রয়েছে আরও ১৩ জন। নিহত ও নিখোঁজদের সবার বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

বুধবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আগের দিন মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কানোতে ঘটেছে এই দুঃখজনক ঘটনা।

কানোর প্রাদেশিক ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু আবদুল্লাহি আলজাজিরাকে জানান, মঙ্গলবার কানোর বাগওয়াই নদীতে ডুবেছে নৌকাটি।

আবদুল্লাহি বলেন, ‘নৌকাটির ধারণক্ষমতা ছিল ১৫ জনের, কিন্তু যাত্রী নিয়েছিল তার প্রায় তিনগুণ। আমাদের কর্মীরা ২৯ জনের মরদেহ খুঁজে পেয়েছে, এখনও নিখোঁজ আছে ১৩ জন।

তিনি আরও জানান, এই শিশু-কিশোররা সবাই কানো প্রদেশের বাদাউ গ্রামের। বাগওয়াই নদীর অপর তীরে একটি ধর্মীয় সভায় যোগ দিতে নৌকায় উঠেছিল তারা।

দুঃখজনক হলেও সত্য যে, নাইজেরিয়ায় অহরহ নৌকাডুবি হয়ে থাকে। অতিরিক্ত যাত্রী নেওয়া, খারাপ আবহাওয়া এবং নৌকা ও নৌযানগুলোর রক্ষণাবেক্ষণের অভাবই এসব দুর্ঘটনার জন্য দায়ী।

গত মাসে কানোর লাগোয়া প্রদেশ জাগাওয়াতে এ রকম এক নৌকাডুবিতে প্রাণ গিয়েছিল ৭ কিশোরীর। তাদের সবার বয়স ছিল ১০ থেকে ১২’র মধ্যে।

তার আগে, চলতি বছর জুনে দেশটির সোকোতো প্রদেশে নৌকা ডুবে মারা গিয়েছিলেন ১৩ জন।

এসএমডব্লিউ