দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান, যোগী সরকারের দাবি
দূষণে ঢেকেছে দিল্লি, বাতাসে ভাসছে বিষ। দীপাবলির পর এই দূষণ আরও বিকট আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সব স্কুল-কলেজ। সোমবার তা খুললেও ফের শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান।
দিল্লির এই দূষণ নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টে শুনানি চলছে। উত্তরপ্রদেশ সরকারের হয়ে আদালতে শুনানি করছিলেন অ্যাডভোকেট রঞ্জিত কুমার। এতে তিনি যুক্তি দেখিয়েছেন, দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান!
বিজ্ঞাপন
যোগী সরকারের আইনজীবী দেশটির সুপ্রিম কোর্টে বলেছেন, উত্তরপ্রদেশের বাতাস পাকিস্তানের দিক থেকে আসে। তার তাতেই দূষিত হচ্ছে রাজ্য।
আইনজীবীর এই যুক্তি শুনে অবাক আদালত। আদালত পাল্টা উত্তরপ্রদেশ সরকারকে প্রশ্ন করেছে, তাহলে কি এবার পাকিস্তানের কল-কারখানা বন্ধ করার কথা বলবে যোগী সরকার?
বিজ্ঞাপন
বৃহস্পতিবারই ভারতীয় সুপ্রিম কোর্ট কেজরিওয়াল সরকারকে কটাক্ষ করে বলেন, পূর্ণবয়স্করা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করা সত্ত্বেও ৩-৪ বছরের শিশুদের স্কুলে পাঠানো হচ্ছে? এটা কীভাবে সম্ভব।
এরপরই দিল্লি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শুক্রবার থেকে ফের বন্ধ করে দেওয়া হবে স্কুল।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণা করার সময় জানিয়েছেন, ধীরে ধীরে পরিবেশের উন্নতি হবে, এমন পূর্বাভাস পেয়েই আমরা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দূষণ ফের বাড়তে শুরু করায় শুক্রবার থেকে স্কুল বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বন্ধই রাখা হবে।
এমএইচএস