সব ধর্মের সম্মিলন চায় চীন: শি জিনপিং
শি জিনপিং, ছবি: ডেকান হেরাল্ড
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সিপিসি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের জাতীয় স্বার্থে সকল ধর্মের সম্মিলন চায়। তবে সেই সম্মিলন অবশ্যই হতে হবে সিপিসি ও চীনের সরকারের প্রতি যথাযথ সম্মান রেখে।
সিপিসির প্রধান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি বেইজিংয়ে সিপিসির এক সমাবেশে বলেন, ‘চীন সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা সিপিসিতে সব ধর্মের মানুষের সম্মিলন চাই। তবে এই সম্মিলন হতে হবে পার্টি (সিপিসি) ও দেশের সরকারের প্রতি যথাযথ সম্মান রেখে।’
বিজ্ঞাপন
চীনে ক্রিয়াশীল সব ধর্মের উচিত দেশের সমাজ সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া- মন্তব্য করে জিনপিং বলেন, ‘একটি সমাজতান্ত্রিক সমাজে ধর্মের রূপ কেমন হওয়া উচিত- তার দিশা দেখাবে চীন।’
এমন এক সময়ে চীনের প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন, যখন দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম ও দখলকৃত ভূখণ্ড তিব্বতের বৌদ্ধদের বিরুদ্ধে নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে চীনের সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
বৌদ্ধ, ক্যাথলিক, প্রটেস্টান্ট, তাও এবং ইসলাম- চীনে সাংবিধানিকভাবে ৫ টি ধর্ম স্বীকৃত। দেশটির সংবিধানে যদিও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উল্লেখ রয়েছে কিন্তু বাস্তবে চীনে ধর্মচর্চার স্বাধীনতা ব্যাপকভাবে সীমাবদ্ধ।
বেইজিংয়ের ওই সম্মেলনে পার্টিকর্মীদের উদ্দেশে জিনপিং বলেন, ‘চীনে বসবাসরত সব ধর্মের মানুষ যেন মাতৃভূমি, চীনা জাতি, চীনের সংস্কৃতি, সিপিসি ও চীনা বৈশিষ্টসম্মত সমাজতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে সেই দায়িত্ব অবশ্যই পার্টিকর্মীদের নিতে হবে।’
‘পাশাপাশি এই দেশে বসবাসরত ধর্মবিশ্বাসীদের আমি বলতে চাই, আমরা প্রত্যাশা করব সব ধর্মবিশ্বাসী দেশের আইন ও সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখবেন এবং কোনো ধর্মীয় আচরণের মাধ্যমে যেন জনগণ, সরকার ও দেশের শিক্ষাগত, প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থার কোনো ক্ষতি না হয় সে বিষয়ে যত্নবান হবে।’
২০১৮ সালের পার্টি কংগ্রেসে ধর্মের বিষয়ে ‘শ্বেত পত্র’ প্রকাশ করে চীনের কমিউনিস্ট পার্টি। সেখানে বলা হয়, চীনের ক্রিয়াশীল সব ধর্মীয় গোষ্ঠীকে অবশ্যই কমিউনিস্ট পার্টিকে সমর্থন করতে হবে এবং জাতি ও দেশের জনগণের স্বার্থের প্রতি অনুগত হতে হবে।
সূত্র: এপি
এসএমডব্লিউ