মালয়েশিয়ায় প্রবল বর্ষণ-বন্যায় বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ
মালয়েশিয়ার সাতটি রাজ্যে প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যায় বাস্তুচ্যুত ২১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রোববার বেসামরিক স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সরকারের জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা তাদের উদ্ধার করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা।
বন্যার পানিতে যানবাহন অথবা রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যাওয়া এলাকার লোকজনকে উদ্ধারে ৬৬ হাজারের বেশি পুলিশ, সেনাবাহিনী এবং অগ্নি-নির্বাপণ বিভাগের কর্মকর্তা মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামা বলছে, দেশজুড়ে ২১ হাজার লোকজনকে উদ্ধারের পর ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়েছে। বন্যাগ্রস্তদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব সেলানগরে সাংবাদিকদের বলেছেন, সেখানকার ১৫ হাজার মানুষকে ১০০টিরও বেশি ত্রাণ কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, স্বাভাবিক সময়ের এক মাসের মোট বৃষ্টিপাতের সমান বৃষ্টিপাত হয়েছে গতকাল। বন্যার পানিতে আটকা পড়া লোকজন টুইটারে উদ্ধারের আকুতি জানানোর পর স্বেচ্ছাসেবী উদ্ধারকারী মোহাম্মদ আদিব হারিজ ফাদজিলাহ লাইফ জ্যাকেট এবং কায়াক কেনার জন্য একটি ক্যাম্পিং সাপ্লাইয়ের দোকানে যান।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য ব্যবহারকারীদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমি জেনেছি যে, কিছু জরুরি পরিষেবার লোকজনও এখান থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী কিনছেন। তাদের পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম নেই জেনে আমি হতবাক হয়েছি।
রোববার সন্ধ্যার দিকে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ দেশজুড়ে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
সূত্র: রয়টার্স।
এসএস