ওমিক্রন: দু’মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখল পাকিস্তান
ছবি: আনাদোলু এজেন্সি
করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে ভারতের পাশাপাশি উপমহাদেশের অপর দেশ পাকিস্তানেও বাড়ছে কোভিড সংক্রমণ। রোববার গত দুমাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখেছে দেশটি।
পাকিস্তানের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সরকারি কমিটি ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার দেশজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭০৮ জন। ২০২১ সালের ২৪ অক্টোবরের পর একদিনে এতবেশি সংক্রমণ এর আগে হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে এনসিওসি।
বিজ্ঞাপন
এনসিওসির প্রধান নির্বাহী ও পাকিস্তান কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আসাদ ওমর পৃথক এক টুইটবার্তায় এ সম্পর্কে বলেন, ‘জিনোম সিকোয়েন্সের মাধ্যমে জানা গেছে, বর্তমানে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন তাদের অধিকাংশই ওমিক্রনে আক্রান্ত। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের যে পরিস্থিতি, তাতে এটি পরিষ্কার যে পাকিস্তান আর একটি সর্বনাশা কোভিড ঢেউয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. ফয়সাল সুলতান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত পাকিস্তানে ওমিক্রনে আক্রান্ত ৩৭২ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের অধিকাংশই দেশটির প্রধান তিন শহর করাচি, লাহোর ও ইসলামাবাদের।
বিজ্ঞাপন
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত পাকিস্তানে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ১২ লাখ ৯৬ হাজার ৫২৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার ৯৪১ জনের।
গত বছর থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে দেশটিতে। সরকারি তথ্য অনুযায়ী পাকিস্তানের মোট জনসংখ্যার ৩২ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। সোমবার (৩ জানুয়ারি) থেকে ৩০ বছরের অধিক বয়সী নাগরিকদের বুস্টার ডোজ এবং ১২ ও তার অধিকবয়সীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
এসএমডব্লিউ