ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। 

এরই মধ্যে চাঞ্চল্যকর সতর্কবার্তা দিলেন ভারতের আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল। তিনি জানান, জানুয়ারির শেষে সংক্রমণের শীর্ষে পৌঁছবে করোনা। মুম্বাই ও দিল্লিতে সংখ্যাটা ৪০ থেকে ৫০ হাজারে পৌঁছে যেতে পারে। ভারতে সংক্রমণের সংখ্যা দৈনিক ৪ থেকে ৮ লাখে পৌঁছতে পারে।

এর আগে আইএইচএমইর ডিরেক্টর চিকিৎসক খ্রিস্টফার মোরে জানান, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ভারতে ওমিক্রন সংক্রমণ সবচেয়ে বাড়তে পারে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে পজিটিভিটি রেট ৭.৭৪ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৮৩৬ জন। এখনো পর্যন্ত করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লাখ ৭১ হাজার ৮৪৫ জন।

এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে ওমিক্রনের সংক্রমণও। নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে। তারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৯৯ জন। 

ভারতের ওমিক্রনের সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে মোট সংক্রামিতের সংখ্যা ৮৭৬ জন। তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৫ জন। আর পশ্চিমবঙ্গে ২৭, এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। জিনিউজ

ওএফ