সারা বিশ্বে বাড়ছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রাদুর্ভাবে প্রতিদিনই আশঙ্কাজনক হারে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

প্রশ্ন হলো অন্য ভ্যারিয়েন্টগুলোর মতো ওমিক্রনেও একাধিকবার আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি-না? এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, পুনরায় সংক্রমণের যথেষ্ট সম্ভাবনা আছে।

ওমিক্রন ভ্যারিয়েন্টের ওপর প্রকাশিত একটি প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, ভ্যারিয়েন্টটি আক্রান্তদের পূর্বের তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিতে পারে। যাদের অতীতে কোভিড ছিল তাদেরও সংক্রমিত করতে পারে।

প্রতিবেদনে আরও জানানো হয়, যারা টিকা পাননি এবং কয়েক মাস আগেই টিকা নিয়েছেন; তাদের ঝুঁকি বেশি।

করোনা থেকে সুস্থ হওয়াদের ডেল্টার তুলনায় ওমিক্রনে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৩ থেকে ৫ গুণ বেশি। গত মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছিল।

সংস্থাটি আরও জানায়, ওমিক্রন উপসর্গের তীব্রতা এখনও অজানা। ডেল্টার চেয়ে আরও গুরুতর রোগ হবে কি-না, তার কোনো প্রমাণ মেলেনি।

এমএইচএস