নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বাইডেন, আশা ইরানের
নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ওপর জারি করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসমূহ প্রত্যাহারে উদ্যোগ নেবেন বলে আশা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়িদ খাতিবজাদেহ এক সাংবাদিক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন।
খাতিবজাদেহ বলেন, ‘আমাদের আশা, প্রেসিডেন্ট বাইডেন ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেবেন এবং কোনও প্রকার নতুন শর্ত আরোপ ব্যতীত ২০১৫ সালের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনবেন।
বিজ্ঞাপন
পরমাণু চুক্তিতে নতুন কোনও শর্তারোপ ইরান গ্রহণ করবে না বলে উল্লেখ করে খাতিবজাদেহ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজের প্রতিশ্রুতির বিষয়ে সৎ থাকে, তাহলে অবশ্যেই তাদের পরমাণু চুক্তিতে ফিরে আসা উচিত।
এদিকে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা থেকে ইরান মাত্র কয়েক মাস দূরে রয়েছে- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের এমন মন্তব্যের জবাবে জারিফ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘ইরানের পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই। আমরা চাইলে বেশ কিছুদিন আগেই এই অস্ত্র তৈরি করতে পারতাম। কিন্তু আমরা পরমাণু অস্ত্র তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই অস্ত্র আমাদের নিরাপত্তা বাড়াবে না এমনকি এটা আমাদের আদর্শিক চিন্তাধারার সঙ্গেও সাংঘর্ষিক।’
বিজ্ঞাপন
রাখতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই ছয় স্থায়ী সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৫ সলে পরমাণু চুক্তি বা জ্যাকোপা চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। চুক্তির শর্ত অনুযায়ী- ইরান ধীরে ধীরে পরমাণু প্রকল্প থেকে সরে আসবে- এর পরিবর্তে দেশটির বিরুদ্ধে যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে- সেগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া হবে।
কিন্তু এই চুক্তির ‘কোনো ভবিষ্যৎ নেই’ উল্লেখ করে ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ফলে তখন থেকেই অনিশ্চয়তার মুখে পড়ে জ্যাকোপা।
সূত্র: মিডলইস্ট মনিটর
এসএমডব্লিউ