ছবি: রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রশাসিনক এলাকা ওইতা ও মিয়াজাকিতে ভূমিকম্পের ফলে পানি সরবরাহ ব্যবস্থা, সড়ক ও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে।

শনিবার এক বিবৃতিতে জাপানের আবহাওয়া দফতর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) বলেছে, শুক্রবার দিবাগত রাত ১ টা ৮ মিনিটে দেশের সর্বদক্ষিণের দ্বীপ কিয়াউশুর উপকূলে ভূপৃষ্ঠের ৪৫ কিলোমিটার গভীরে উৎপত্তি ঘটেছে এই ভূমিকম্পের। তবে সমুদ্র উপকূলীয় এলাকায় উৎপত্তি হলেও এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে জেএমএ।

দেশটির নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ